JALDIA JUNIOR HIGH SCHOOL - 113457 Students Teachers
প্রধান শিক্ষক

    মোহাম্মাদ আলী জিন্নাহ

    প্রধান শিক্ষক

    প্রধান শিক্ষকের বাণী

     

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাক এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ জালদিয়া উচ্চি বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। 

     

    বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা বহুদুর এগিয়ে যাবে এবং জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও কর্মস্পৃহা অব্যাহত থাকুক- এ প্রত্যাশা করছি। এ বিদ্যালয়ের সাথে জড়িত সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে, অভিভবক, পরিচালনা পর্ষাদ সহ সকল শুখকাংখিদের  জানাচ্ছি অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন।

     

    জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালো ফলাফলের প্রত্যাশায় একটি সুচিন্তিত শিক্ষাপঞ্জি প্রনয়নের মহৎ চিন্তা থেকেই প্রতি বছর জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করে থাকে। দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। বিভিন্ন তথ্য-উপাত্ত, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, রেজাল্ট তথা যাবতীয় বিষয়কে অনলাইন ভিত্তিক করা হয়েছে।   

     

    বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। 

     

    বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে জালদিয়া উচ্চ বিদ্যালটি কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। অত্র বিদ্যালয়ের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন। জালদিয়া উচ্চ বিদ্যালয়ের  ওয়েবসাইট খুলে সরকারের ডিজিলাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০৪১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও অবকাঠামগত উন্নয়নে যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে, জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।

     

    মোহাম্মাদ আলী জিন্নাহ

    প্রধান শিক্ষক

    জালদিয়া উচ্চ বিদ্যালয়

    রাজবাড়ী সদর, রাজবাড়ী
    মোবাইল: 01715-314538

    E-mail: jaldia113457@gmail.com