JALDIA JUNIOR HIGH SCHOOL - 113457 Students Teachers
প্রতিষ্ঠাতা সভাপতি

    আবু মো: আবুল হাছিম জেহাদ মিয়া

    প্রতিষ্ঠাতা সভাপতি

    সভাপতির বাণী

     

    আস্সালামু আলাইকুম।

     

    জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৯৫ সাল থেকে জালদিয়া উচ্চ বিদ্যালয় জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে অদ্যবধি।

     

    সম্মানিত অভিভাবক আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট চালু হলো, অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সু-স্বাগতম জানাচ্ছি । জালদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আজ আমি আনন্দিত ও গর্বিত।

     

    বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকণ্যা জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক স্মাট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে  এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাব এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি। আর বিদ্যালয়ের অটোমেশন চালুর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। শুভানুধ্যায়ীদের প্রতি প্রার্থনা রইল, নতুন নতুন ভাবনা শেয়ারের মাধ্যমে ওয়েবসাইট ও বিদ্যালয়ের অটোমেশন এর সার্বিক উন্নয়নে সহায়তা করার। তথ্য প্রযুক্তির নব নব জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ হোক এ প্রতিষ্ঠান।

     

    আবু মো: আবুল হাছিম জেহাদ মিয়া 

    সভাপতি

    পরিচালনা পর্ষদ

    জালদিয়া উচ্চ বিদ্যালয়

    রাজবাড়ী সদর, রাজবাড়ী

    মোবাইল: 01712-123774

    E-mail: