আলহাজ্ব আবু মোহাম্মাদ ইছাহাক (বাদশাহ মিয়া)
বাদশাহ মিয়া ফরিদপুরের রাজবাড়ী জেলার উদায়পুর মিয়া বাড়ীতে ১৯০১ সালে জন্মগ্রহন করেন । পিতা আবদুল গনি মিয়া এক সময় বরহামগঞ্জ(শিবচর) থানার ওসি ছিলেন । বাদশা মিয়া ১৯১৫ সালে কৃতিত্বের সাথে ম্যট্রিকুলেশন পাশ করেন এবং ফরিদপুরের জমিদার মোহন মিয়ার ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু । ইসলামি আদর্শে অনুসারী বাদশা মিয়া বিভিন্ন সমাজ সেবামুলক কাজের সাথে জরিত ছিলেন ।তার উদ্যোগে হাসপাতাল ইউনিয়নে বোর্ড কার্যালয় ও এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সুলতান পুরের জালদিয়া গ্রামে আলহাজ্ব বাদশাহ মিয়া একাডেমী যেটা বর্তমানে (জালদিয়া উচ্চ বিদ্যালয়) এবং একটি প্রাইমারী স্কুল গড়ে তুলে । তার ছোট বোন মিসেস জাহানারা রব এক সময় জাতীয় সংসদ সদস্য এবং চাচা ফজলার রহমান মিয়া বৃটিশ উর্ধতন পুলিশ কর্মকর্তা ও ফরিদপুর জেলা বোর্ডের সদস্য ছিলেন । বাদশা মিয়া ৪ পুত্র ও ৩ কন্যার জনক ছিলেন । এক পুত্র আবু মোহাম্মাদ আবুল হাছিম জিহাদ মিয়া এক সময় রাজবাড়ী জেলার ভারপ্রাপ্ত আনছার এ্যডজুটেন্ড ছিলেন । বর্তমানে তিনি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি।
বাদশা মিয়া ১৯৯৭ সালে ১৪ ডিসেম্বর মৃত্যুবরন করেন ।